এবার ভার্চুয়াল ভ্রমণ করবে টি-টুয়েন্টি বিশ্বকাপ ট্রফি

২১ আগষ্ট, ২০২১ ১৭:২০  
করোনাভাইরাসের কারণে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপের ট্রফি এবার ভার্চ্যুয়ালি সফর করবে। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী দেশে ট্রফি নিয়ে যাওয়া হয়। কিন্তু, করোনাভাইরাসের কারণে এটি সম্ভব হচ্ছে না বলে এই বিকল্প ব্যবস্থা। এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ ট্রফির ভার্চ্যুয়াল সফরটি শুরু করেন গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্র্যাথওয়েট। উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর থেকে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে বসবে শুরু হবে টি-টুয়েন্টি বিশ্বকাপ।